2016-06-02 10.30.49

বিডি নীয়ালা নিউজ(২রা জুন১৬) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  দীর্ঘ জটিলতার পর অবশেষে নীলফামারী জেলার ৪ টি সহ দেশের ১১১টি বিলুপ্ত
ছিটমহলবাসীদের ভোটার
করে নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১০ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট
সুত্র থেকে জানা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বিলুপ্ত ১১১টি ছিটমহলকে ২৫
ইউনিয়নের সঙ্গে যুক্ত করে একটি তালিকা প্রণয়ন করেছে। যা সম্প্রতি নির্বাচন
কমিশনে (ইসি) পাঠিয়েছে মন্ত্রণালয়।বর্তমানে সে তালিকা ধরে বিলুপ্ত
ছিটমহলবাসীদের ভোটার করার পরিকল্পনা হাতে নিয়েছে ইসি।

সূত্র জানায়, আগামী ১৫ জুন নতুন ভোটার এলাকা সৃষ্টি করে কোড নম্বর প্রদান, ২৬
জুন তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগ এবং আগামী ১০ থেকে ১৬ জুলাই বাড়ি বাড়ি
গিয়ে তথ্য (২ নম্বর ফরম) সংগ্রহ করা হবে। আর ভোটার হতে ফটো তোলা হবে ১৭ থেকে
২৫ জুলাই পর্যন্ত।

এরপর ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে, ২৮ আগস্ট খসড়া ভোটার তালিকা সংশোধন
করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ সেপ্টেম্বর।

বিলুপ্ত ছিটমহলগুলোতে মোট জনসংখ্যা ৩৭ হাজার ৫৩৫ জন। এদের কমপক্ষে ৬০ শতাংশ
ভোটার হওয়ার যোগ্য বলে মনে করছেন ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সুত্রমতে আরো জানা যায় নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউপির সঙ্গে
বড় খানকি-২৮, ২৯ ও ৩০ নম্বর ছিটমহল, টেপাখড়ি বাড়ী ইউপির সঙ্গে নগর জিকাবাড়ী ৩১
নম্বর ছিটমহল যুক্ত হয়েছে।

২০১৫ সালে মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-ভারতের শেখ
হাসিনা-নরেন্দ্র মোদির বর্তমান সরকার ছিটমহল বিনিময় করে।

এরপর তা বিলুপ্ত হওয়ায় দু’দেশের সরকার সংশ্লিষ্ট নাগরিকদের পূর্ণ সুবিধা
দেওয়ার উদ্যোগ নেয়। এখন সেই সব নাগরিকদের ভোটার করে নিচ্ছে ইসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে