golapgonj-2

বিডি নীয়ালা নিউজ(৫ই জুলাই  ২০১৬ইং) গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি আজিজ খানঃ গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ জামেয়া রহমানিয়া আহমদিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী কোরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ভাদেশ্বর নালিউরি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সাপ্তাহিক গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশিদ আহমদ বলেছেন, পৃথিবীর বিভ্রান্ত মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে কোরআন শরীফ নাজিল হয়েছিল। কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ যা অনুস্মরণের মাধ্যমে মানব জাতি ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। তিনি বলেন যারা ধর্মের নামে জঙ্গিবাদকে লালন করে তারা প্রকৃত পক্ষে ইসলামের অনুসারী নয়। ইসলাম কোন ভাবেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। তাই এ বিষয়টি উলামা সমাজ জাতির সামনে তুলে ধরতে গুরুদায়িত্ব পালন করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সমাজে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহবান জানান।

ভাদেশ্বর এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সুহেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার মোহতামিম মাওলানা লোকমান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম আমিন, সাবেক ছাত্রনেতা রুমেল সিরাজ, প্রবীণ শিক্ষক তারেক জলিল, বিশিষ্ট ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ, তরুন শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবী আলী আজম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে