মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। যে তার অভিনয়ের মদ্ধো দিয়ে খুব অল্প সময়ে মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। ইউনিভার্সিটি নাটকের মধ্যে দিয়ে সে নাটকের কাজ শুরু করে। তার অসংখ্য নাটক ও টেলিফিল্ম রয়েছে।

২০১৮ সালে বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে মুক্তি পাই। তার মধ্যে গোলমেলে কাঠমুন্ডু, গোলমেলে নেপালে, যে পথ ভুলে গেছো তুমি, একলা জীবন চলা যাই না, অসময়ের বৃত্তে, বউ চুরি, বোধ, লাইব্রেরি, আয়না, কাঁদবো না, একদিন বৃষ্টিতে, তোর জন্য মন, বেস্ট ফ্রেন্ড, লাল রঙা স্বপ্ন, দেখা হয়ে গেলো, দেখা, লাভ লিংক, দুজনে আনমনে, সেলফি, হোক কলরব, জোর জব্বার, স্যাটেলাইট ম্যান, শর্ত সাপেক্ষ, মন বোঝেনা, নিজস্ব প্রতিবেদকসহ অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন। প্রতিবেদক এর সাথে আলাপকালে তিনি জানান সমসাময়িক কাজ ও জিবনের নানা কথা। আমরা হুবহু তা আপনাদের সামনে তুলে ধরলাম

আপনার অভিনয় শুরু কখন এবং কিভাবে.?
জোভান: আমার অভিনয় জিবন শুরু ২০১১ সালে, বন্ধুর মাধ্যমে ‘প্রান’ একটা টিভিসি’তে এক্সট্রা আর্টিস্ট হিসাবে কাজ করি।

অভিনয় নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি.?
জোভান: ভালো ভালো কিছু কাজ করতে চাই, গল্পে যেন নতুনত্ব থাকে, ব্যতিক্রমী কিছু কাজ করতে চাই।

আপনার প্রিয় অভিনেতা কে.?
জোভান: প্রান রায়, শতাব্দী ওয়াদুদ ও আফরান নিশো।

কোন ধরনের অভিনয় করতে ভালো লাগে.?
জোভান: কমেডি চরিত্রে কাজ করতে ভালো লাগে।

সিনেমাতে কাজ করার কোন ইচ্ছা আছে কিনা.?
জোভান: সিনেমাতে এই মুহুর্তে কাজ করার ইচ্ছা নেই।

আপনার প্রিয় রং, ও খাবার কি.?
জোভান: প্রিয় রং নীল, এবং প্রিয় খাবার টাকি মাছের ভর্তা।

অবসর সময়ে কি করতে ভালো লাগে.?
জোভান: অবসরে সিনেমা দেখতে ভালো লাগে।

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..
জোভান: আমি দর্শকদের এটাই বলবো আপনারা যেভাবে আমায় সাপোর্ট করছেন, ভালবাসছেন, এভাবে আমায় সাপোর্ট করবেন, আর বেশি করে বাংলা নাটক দেখবেন।

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!
জোভান: আপনাকেও ধন্যবাদ..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে