ডেস্ক রিপোর্ট : বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বৈধ পথে অর্থ পাঠাবে সরকার তাদের দুই শতাংশ প্রণোদনা দিবে। সকালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় সবাই নিজের সম্পদ বিক্রি করে বিদেশ গিয়ে ব্যর্থ হয়ে সর্বশান্ত হয়ে ফিরে আসতো। তাই অভিবাসীদের সহযোগিতার জন্য অভিবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করে সরকার।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশগামী কেউ প্রতারণার শিকার হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

J/T

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে