belal hossain jibon
বেলাল মোহাম্মদ জীবন

স্বপ্ন , মানব মনে চাই

মানবতা ‘আইসিইউ’তে মন বেহুঁশে পড়ে ,
হিংস্র মনের নৃশংসতায় মানব জীবন ঝরে।
এখন আর কেউ নয় নিরাপদ ঘরে কিংবা বাইরে ,
বিপদে কেউ হাত বাড়ায় না মানুষ কোথায় ‘পাই’রে !
সরল পেলে দূর্বল ভেবে চালায় নির্যাতন ,
মানুষ গুলো দিনে দিনে হচ্ছে যেন কেমন !
মরছে মানুষ জ্বলছে সমাজ কোথায় মানবতা ?
ধর্ষিত হয় নারী শিশু নিষ্ঠুর বর্বরতা !
.
সুযোগ পেলেই নারীর উপর চলছে নির্যাতন ,
পুরুষ ভুলছে মায়েরই ঋণ বোন কন্যাদের যতন।
মায়ের হাতে মরছে শিশু ,বাবা ছেড়ে পালায় ,
পথেঘাটে এতিম শিশু ঘুরছে ক্ষুধার জ্বালায়।
মনের মাঝে স্বার্থ ঝড়ে উড়ছে ধুলোবালি ,
মানবতা মুখ থুবড়ানো মন মুখেতে কালি ।

বয়স হলে মা-বাবাদের সন্তান রয় না সহায় ,
বৃদ্ধাশ্রমে চোখ মোছা ক্ষণ খুবই অসহায় !
বৃদ্ধ বাবা রিকসা চালায় মায়েরা হয় ঝি ,
কুলাঙ্গার সেই সন্তান মুখে থুথু ছিটাই ,ছিঃ !
দিনেদিনে মানবতা যাচ্ছে শব্দকোষে ,
সত্যিকারের মানবিক গুন আসুক মানুষে।
গল্প ছড়া কবিতাতে যেমন করে পাই ,
মানবতার মিষ্টি মায়া মানব মনে চাই ।
.
গরীব দুখী অসহায়রা মন মায়াতে থাকুক ,
উপকারের ইচ্ছে টুকু সবার মনেই জাগুক।
স্বপ্ন দেখি মানবতা সব মানুষের মনে ,
অন্যের দুখে দু’ফোঁটা জল আসুক চোখের কোণে।
মানবতা জয়জয়কারে দেখছি এমন স্বপ্ন ,
মানব মনের আলো জ্বললেই আসবে না আর দু:স্বপ্ন।

বর্ষা হলে

বর্ষাদিনের প্রথম সকাল নাই’বা হলো বৃষ্টি ,
মেঘ গুড়গুড় বুক ভিতরে তোর বিরহে সৃষ্টি !
যা না হয়ে বর্ষা আমার থৈথৈ জলে রাখবি ,
আমি নাহয় মেঘই হবো বৃষ্টি ফোঁটা মাখবি ।
কদম পেতাম বর্ষা হলে ,এঁদো পুকুর জলে ,
ভেজা মাটির সোঁদা গন্ধ বৃষ্টিপাতের ফলে ।
পিছলা ঘাটা মৃদু হাওয়া পদ্ম-পুকুর জলে ,
তিরতিরিয়ে পদ্মপাতা মৃদুমন্দ দোলে ।

শিরশিরে সুখ কদম ছোঁয়ায় মাদক মাখা ঘ্রাণ ,
বর্ষা এলেই ঘোলাজলে জলকেলি চায় প্রাণ !
রৌদ্র তেজের উষ্ণীয় ভাপ অন্তর অন্তস্তলে ,
মাতাল সাঁতার জলকেলিতে হংসমিথুন হলে ।

ভালো থেকো ….

ভালো থাকায় যার অবদান
সে যখন যায় দূরে ,
কেন বলে ভালো থেকো
যায় না কি মন পুড়ে !

আপনজনে দূরে গেলে
যায় না ভালো থাকা ,
হৃদ আকাশে বৈশাখী ঝড়
কষ্ট মেঘে ঢাকা ।

দুখ অন্তরে গুড়ুম গুড়ুম
বজ্রপাতের আলো ,
তুমিই বলো তোমায় ছাড়া
যায় কি থাকা ভালো ?

প্রিয় স্বজন দূরে গেলে
খোঁজখবরটি নিও !
বলতে হবে তাই কি বলা
ভালো থেকো প্রিয় !

একা ফেলে যেয়ো নাগো
ভালো থেকো বলে ,
হবে নাতো ভালো থাকা
তুমি চলে গেলে !

রেখো কিন্তু জড়িয়ে

চাও যদি তুমি দিতে পারি হাজার হাজার রক্তজবা
এক নিমিষে ফুটিয়ে ,
থেকো শুধু ছোঁয়াতে আমার ,
বুকেতে আমায় জড়িয়ে ।
.
নিজেই আমি শিমুল গাছ
কে আসবে বুকে নিতে ,
কাঁটায় ক্ষতবিক্ষত হৃদয়তলা
রক্তে শিমুল গুলো ফুটে ।
নাও মেয়ে নিশ্চিন্ত মনে ,
বেদীতে নয় ,খোঁপায় দিবে বললে,
এখনি দিবো ঝরিয়ে ,
রেখো কিন্তু জড়িয়ে ।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে