ডেস্ক রিপোর্ট : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতার ভাষা শৈলী’ শীর্ষক এক কর্মশালা শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ও সঞ্চালক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক রুহুল গনি সরকার জ্যোতি।
উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ভাষার প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে এই কর্মশালা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান, আসিফ আল মতিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত রুমানা উপস্থিত ছিলেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে