15107441_1303722826339137_6029398774707125774_n

ডেস্ক রিপোর্টঃ বাড়ির উঠানে অনেক পুরাতন কড়াই গাছ। কালের সাক্ষি হিসাবে দাঁড়িয়ে আছে। বাড়ির সকলের সুখ দুঃখের কথা সে বুঝতে পারে। আপন মনে বাতাসের সাথে কথা বলে। সকলকে ছায়া দেয়। অক্সিজেন দেয়। বাড়ির ছোটরা তার ছায়াতে খেলা করে। গ্রামের অনেকে ধারণা এই গাছে ভূত প্রেত বাস করে। আর তার কারণেই এই গ্রামের অনেকে উন্নতি করতে পারছে না। কাঠ ব্যবসায়ী আলতাফ ফন্দি আটে কীভাবে এই গাছ সে কাটতে পারবে। এদিকে আঁখির বাল্য বিয়ে অন্য দিকে কেটে ফেলা হচ্ছে এতকালে বৃক্ষ।

তরুনেরা কোন ভাবেই চায় না এই গাছটি কাটা যায়। এমন কাহিনির অবলম্বনে রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় বৃক্ষব্যথার শুটিং শেষ করল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী। বিটিভিতে অচিরেই নাটকটি প্রচারিত হবে। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে অমিও রহমান জানান, প্রতিবারের মত ভিন্নতা নিয়ে কাব্য বিলাস নাটক মঞ্চায়ন করে থাকে। সমাজের বিভিন্ন ক্ষতিকারক দিক নাটকের মধ্যে দিয়ে কাব্য বিলাস তুলে ধরে থাকে। নটাকটিতে অভিনয় করে, উৎপল, সাথি, বীর রহমান, প্রমিয়া, শ্রাবণ ইসলাম, সুমন, সানি, রুবেল, শাহানাজ, মামুন, অমিও সহ আরো অনেকে।

স/ এষ্/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে