ডেস্ক স্পোর্টসঃ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপকে নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। আর বিশ্বকাপের আসরে যদি মুখোমুখি হয় ভারত-পাকিস্তান তাহলে সেই ম্যচকে ঘিরে বাড়তি উত্তেজনা তো থাকবেই। হ্যাঁ, বিশ্বকাপের লিগ পর্বেই ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।

এরই মধ্যে হাইভোল্টেজ ঐ ম্যাচের খেলা স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে উদগ্রীব হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমিরা। আর ঐ ম্যাচের টিকিট মূল্য আইসিসি নির্ধারণ করেছে সর্বোচ্চ ২৩৫ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ২৬ হাজার ৮৬৯ টাকা। এ ছাড়া সর্বনিম্ন দামের টিকিটও রয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ২শ টাকা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিটের মূল্যে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো- প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ। এর মধ্যে প্ল্যাটিনাম স্তরের টিকিটের দাম সবচেয়ে বেশি। ব্রোঞ্জ স্তরের টিকিটের দাম সর্বনিম্ন।১০টি দল ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরে অংশ নিবে। লিগ পদ্ধতিতে প্রত্যকটি দল একে অপরের বিপক্ষে লড়বে। লিগ পর্ব শেষে শীর্ষ চারটি দল খেলবে সেমিফাইনালে। শেষ চারের লড়াই জিতে শিরোপা জয়ের লড়াইয়ে ফাইনাল খেলবে সেরা দু’দল।

ওভালে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ১২তম ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে