নরসিংদী থেকে নূর মোহাম্মদঃ রমজান আসার আর কয়দিন বাকী।  ইতিমধ্যে  বাজারে দাম বাড়তে শুরু করেছে  রমজানের ইফতারীর অন্যতম  দুটি উপকরণ বেগুন  ও শসা। যা দিয়ে তৈরি হয় বেগুনী ও সালাত।  গত সাপ্তাহে বেগুনের পাইকারী বাজার দর ছিলো  প্রতি কেজি ৪-৫ টাকা। যা আজকের বাজার দরে দাড়িয়েছে কেজি প্রতি ১৫- ২০ টাকা। অন্যদিকে গত সাপ্তাহে শসার  কেজি প্রতি  দাম ছিলো ৬-৮ টাকা। যা আজকের বাজারে দাড়িয়েছে কেজি ১২-১৫ টাকা
  নরসিংদী বারিচা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ হারুন মিয়া জানান, ঢাকাতে খুচরা বিক্রেতাদের কাছে  চাহিদা থাকায় বাড়ছে বেগুন ও শসার দাম। 
বেগুন ও শসা বিক্রি করতে আসা চাষীরা জানান, বেগুন খোলা বাজারে ৪০-৫০ টাকা,  শসা প্রতি কেজি ২৫-৩০ টাকা  হলেও আমরা পাচ্ছি  বেগুন ১৫-২০ আর শসা ১২-১৫ টাকা করেই।  আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা উচ্চমূম্যে  বিক্রি করছে। এখন মোটামুটি দাম পেলেও  আগে যে জমিতে ২০ মণ সবজি তুলতে পারতাম এখন সে জমিতে ৫ মন   তুলতে  পারি।      

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে