13133119_1035455273180958_4555540395553328294_n

বিডি নীয়ালা নিউজ(৮ই মে১৬) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): নানা আয়োজনের মধ্যে বান্দরবানে রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে আজ ।

ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজ (রবিবার)সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটিবর্ণাঢ্য র‌্যালী বের হয়ে      শহরের  প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে প্ল্যাকাড হাতে নিয়ে এসময় রেড ক্রিসেন্টেরসদস্য সহ ইউনিট কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্নস্কুলের শির্ক্ষাথীরা অংশ নেয় ।

file

র‌্যালীতে শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এক আলোচনাসভাঅনুষ্টিত হয় ।বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটলেভেল অফিসার মো.মোশারফ হোসেনেরসভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসেবেউপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরীকমিটির আজীবন সদস্য  জোহরা বেগম ,বিশেষঅথিতি  হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সহকারি প্রকল্প র্কমকর্তাশামসুল ইসলাম,যুব প্রধান নাজমুল হোসেন বাবলুআফরোজা  শাহিন সহকারি শিক্ষক ও রেডক্রিসেন্ট প্রতিনিধি বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রমূখ অনুষ্ঠাস সঞ্চলনায় ছিলেন উপযুবপ্রধান মঈনুদ্দিন  রাজু এসময় আলোচনা সভায়বক্তারা বলেন , রেডক্রসের সৃষ্টির মধ্য দিয়ে মানবসেবার মান দিন দিন বৃদ্বি পাচ্ছে । এই সংস্থা বিভিন্নদুর্যোগকালীন মর্হুতে জনগণের পাশে গিয়ে দাড়াঁয়,আর বিপদের বন্ধু হিসেবে দিনপর দিনরেডক্রিসেন্টের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে আগত দর্শনার্থী , স্কুল শির্ক্ষাথী ওঅতিথিদের  বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমও অনুষ্টিত হয় ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে