নিজস্ব প্রতিনিধি : সময়পোযোগী মুক্ত-গণমাধ্যম হিসাবে বাংলাদেশে অনলাইন রেডিও এর প্রচলন শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এসব প্রতিষ্ঠানকে একত্রিত করতে “কণ্ঠের ঐক্যে বিশ্ব জয়” এই শ্লোগানে যাত্রা শুরু করল বাংলাদেশ অনলাইন রেডিও অ্যাসোসিয়েশন।
মাহফুজার রহমান মন্ডলকে আহ্বায়ক ও রাহুল বিশ্বাস রাজকে সদস্য সচিব করে “বাংলাদেশ অনলাইন রেডিও অ্যাসোসিয়েশন”-এর ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ গঠিত হয়েছে।
বাংলা ভাষার সঠিক উচ্চারণ ও বিশ্বের প্রতি প্রান্তে শুদ্ধ বাংলাকে পৌঁচ্ছে দেবার লক্ষ্যে নিয়ে এই সংগঠন কাজ করে যাবে, এমনটাই জানান সদস্য সচিব রাহুল রাজ। টিভি, পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের জন্য বাংলাদেশে অনেক সংগঠন থাকলেও অনলাইন রেডিও এর সাথে সংযুক্ত কর্মী ও সাংবাদিকদের জন্য বাংলাদেশ অনলাইন রেডিও অ্যাসোসিয়েশন (BORA) এদেশের প্রথম অনলাইন রেডিও সংগঠন। অরাজনৈতিক এই সংগঠনের কার্যক্রম সারাদেশে বিস্তার করতে নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এমনটাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সংগঠনের সদস্য হতে করণীয় :
১। সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবেন রেডিও চমকের প্রধান কার্যালয় থেকে।
২। সদস্য ফর্ম জমা দেওয়ার সময় এনআইডি ফটোকপি, পাসপোর্ট সাইজ ২ কপি ফটো জমা দিতে হবে।
৩। আপনি যে অনলাইন রেডিওতে কর্মরত আছেন, উক্ত রেডিও -এর ম্যানেজিং ডিরেক্টর কর্তৃক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

যোগাযোগ :
রেডিও চমক
৬১, গাউসুল আজম এভিনিউ, সেক্টর # ১৪, উত্তরা, ঢাকা – ১২৩০ . ফোন: +৮৮০২৫৫০৯৩৫৪৬. +৮৮০১৯১১৯২৯০৬৯, +৮৮০১৬৭৩৫৮০৬২১ ।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে