british council

বিডি নীয়ালা নিউজ(২৮ই জুলাই ১৬)-ডেস্ক রিপোর্টঃনিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে সাময়িকভাবে বৃটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে থাকা সাপেক্ষে শিগগিরই আবার সব রকম কার্যক্রম চালু করা হবে। গতকাল দুপুরে বৃটিশ কাউন্সিলের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন আর্শিয়া আজিজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বৃটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেন, আমরা লক্ষ্য করেছি, সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। বৃটিশ কাউন্সিলে যারা কাজ করেন এবং এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে বৃটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। সাময়িকভাবে বন্ধ থাকা অবস্থায় আমাদের গ্রাহকরা যদি কোনো ধরনের তথ্য জানতে চায় তবে তারা bd.enquiries@britishcouncil.org-এ ইমেইল করে জানতে পারবেন।
বিবৃতির বিষয়ে আর্শিয়া আজিজ মানবজমিনকে বলেন, এই মুহূর্তে আমাদের অফিসের নিরাপত্তা রিভিউ করছি। তারা সিকিউরিটি দেখবে, কোথাও সিকিউরিটি উন্নত করার প্রয়োজন হলে সেগুলো আমাদের জানাবে। আইইএলটিএস-সহ অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অফিস বন্ধের ফলে পরীক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ পরীক্ষার্থীরা পরীক্ষার রেজিস্ট্রেশন অনলাইনে এবং ফি ব্যাংকে জমা দেয়ার সব ব্যবস্থা আছে। এই পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানান তিনি। এদিকে বৃটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন পরীক্ষার বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিবৃতি প্রকাশের পর কয়েকজন অভিভাবক মানবজমিনে ফোন করে জানতে চেয়েছেন নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে কিনা। তারা জানিয়েছেন, বৃটিশ কাউন্সিলের তরফে এ পর্যন্ত কোনো নির্দেশনা তারা পাননি।

 

mzmina

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে