সিরাজগঞ্জ প্রতিনিধি: চাকরি, ব্যবসাসহ পারিবারিক নানা কাজে শৈশব,ছাত্র জীবনের বন্ধুদের সাথে তেমন যোগাযোগ হয়ে ওঠে না। তাই তো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে “এসএসসি ৯৪ ব্যাচ সিরাজগঞ্জ”এর প্রাক্তণ শিক্ষার্থী বন্ধুরা একত্রিত হবার প্রত্যয়ে ঈদুল ফিতরের পর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।স্কুল জীবনের স্মৃতি ফিরে পেতে ৯৪ ব্যাচ প্রাক্তণ শিক্ষার্থীরা গত ১৩ এপ্রিল চিরচেনা এ বিদ্যাপিঠে তাদের পদচারনায় যেন মিলন মেলায় পরিনত হয়। পরিচয় পর্ব, স্মৃতিচারণ, আনন্দ ফুর্তি, কুইজ প্রতিযোগীতা,সঙ্গীতানুষ্ঠান,প্রীতিভোজ,সেলফি তোলা আর আড্ডায় কাটে সারাদিন।আর এই আনন্দ উৎসবের মাঝেই ২৯/৩০ বছর আগের স্কুল জীবনের অতীত কথা তাদের মনে করে দেয়।৯৪ ব্যাচ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের এডমিন প্যানেল জাহিদ হাসান রতন, কে এম আল আমিন, সাইফুল, আমিনুল,মাহমুদুল, কাশেম, উদয় সেলিম, শফিকুল ইসলাম খোকনসহ অনেকের যোগাযোগ, উদ্যোগ ও কঠোর পরিশ্রমে অনুষ্ঠানটির আয়োজন করা সম্ভব ও সফল ভাবে সম্পন্ন হয়েছে।শৈশব বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রতি বছরই করা হবে এডমিন প্যানেল জানান। ১৯৯৪ সালে এসএসসি পাশের উচ্চ শিক্ষা সম্পন্ন করে সিরাজগঞ্জ ৯৪ ব্যাচের সদস্যরা অনেকেই ডাক্তার, উকিল, ওসি, সাংবাদিক, পুলিশ, শিক্ষক, শ্রমিক, ব্যবসায়ী, ক্যাডারসহ দেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রাক্তণ শিক্ষার্থী রতন, আলামিন, ডা: কাজুলী। সম্মানিত অতিথি হিসেবে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে