ডেস্ক রিপোর্টঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন ‘জাতীয় দিবস’ হিসেবে পালন করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য মনোয়ারা বেগম এবং রিফাত আমিন সভায় অংশগ্রহণ করেন।
কমিটি প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য ‘বাল্যবিবাহ’ নিয়ে সপ্তাহে অন্তত এক ঘণ্টার একটি সেশন নেয়ার সুপারিশ করে।
সভায় ঢাকার ধানমন্ডীতে ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ প্রকল্প, জয়িতা ফাউন্ডেশনের জনসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা, মেয়েদের প্রশিক্ষণ এবং জয়িতা’র ব্র্যান্ডিং ইমেজ তৈরি করার সুপারিশ করা হয়।
কমিটি ছোট্ট শিশুদের নিরাপদ “ডে কেয়ার” সেন্টার নির্মাণ করার সুপারিশ করে।
সভায় ডিএনএ আইন, ২০১৪” ও “বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭” -এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে