মারুফ সরকারঃসিরাজগঞ্জ প্রতিনিধি ॥সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ১৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে আছে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরাঞ্চলগামী যাত্রীরা।বুধবার সকাল থেকেই থেমে থেমে যানজট দেখা দেয়। বেলা ১২ টা থেকে যানজটের তীব্রতা বেড়ে গিয়ে মহাসড়কের অন্তত ১৯ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

ঢাকা থেকে কুষ্টিয়াগামী জে আর পরিবহণের যাত্রী বিডি২৪লাইভ ডটকমের শিফ ইন-র্চাজ আরেফিন সোহাগ জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকেই যানজটের কবলে পড়েছি। সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আসতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেছে।হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, মহাসড়কের নলকা সেতুর পশ্চিমপাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজট দেখা দেয়। দুপুরের দিকে এর তীব্রতা বেড়ে যায়। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।তিনি আরও জানান, নলকা সেতু ও সেতুর উভয় পাশের রাস্তায় খানা-খন্দক সৃষ্টি হওয়ার কারণে মাঝে মধ্যেই এ অঞ্চলে যানবাহন বিকল হয়ে পড়ে। এতে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে