মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ পূর্ব আক্রোশের  জেরে পিটিয়ে ২ জনকে  আহত করার অভিযোগ পাওয়া গেছে।ঘঁটনাটি ঘটেছে বৃহঃপতিবার দুপুর ১১ টার দিকে  নীলফামারী কিশোরগজ উপজেলার সদর ইউপির কেশবা শুধরী পাড়া গ্রামে।আহত হয়েছেন কেশবা গ্রামের মৃত জালু মামুদের ছেলে খবির আলী ও মৃত মাহাতাব উদ্দিনের ছেলে পেয়ারুল ইসলাম। এদের মধ্যে খবির আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, খবির আলী ও পেয়ারুল দু’জনে মাছ ব্যবসায়ী। বৃহঃপতিবার সকাল বেলা প্রতিদিনের ন্যায় সে দিন ও মাছ বিক্রি করে যাওয়ার পথিমধ্যে কেশবা শুধরীপাড়া ফরেয়া আব্বাস আলীর বাড়ির কাছে পোঁছালে পূর্ব আক্রোশের জের ধরে কেশবা তেলিপাড়া গ্রামের মহির আলীর ছেলে নুরুন্নবী (২৮), ফরেয়া আব্বাস আলীর ছেলে ছয়ফাল মামুদ(৫০), জব্বার আলীর ছেলে আলামিন(২৮), জব্বার আলীর স্ত্রী লাইলী বেওয়া(৫২) ও শরিফুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম সহ সকলে খবির আলী ও পেয়ারুলকে রাস্তায় দেখতে পেয়ে তাদের পথরোধ করে তাদেরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং সঙ্গে থাকা মাছ বিক্রির টাকা ও অনান্য জিনিস পত্র লুটপাট করে নিয়ে যায়। উপায় অন্তর না পেয়ে দু’জনে জীবন বাঁচাতে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন কাছে এসে তাদের হাত থেকে উভয়কে রক্ষা করে। পরে ভ্যানে যোগে কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। 
পরে খবির আলী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় পাঁচজনকে আসামী করে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অফিসার ইনর্চাজ এম হারুন অর রশিদের সাথে কথা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে