160524102557_maung_saungkha_640x360_bbc_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৪ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ

বার্মার এক কবি তাঁর পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্টের ছবির উল্কি একেঁছেন, এক কবিতায় এমন ইঙ্গিত দেয়ার পর তাঁকে ছয় মাসের সাজা দেয়া হয়েছে।

কবি মং সাউঙ্খা তাঁর লেখা এই কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন। এরপর ‘পুরুষাঙ্গ কবি’ বলে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।

২১ বছর বয়সী এই কবির বিরুদ্ধে এরপর অনলাইনে অবমাননার অভিযোগ আনা হয়।

তাকে এখন এই অভিযোগে ছয় মাস কারাবন্দী থাকতে হবে।

150320144705_u_thein_sein_640x360_bbc_nocredit

কবি মং সাউঙ্খা যদিও তাঁর কবিতায় নিজের পুরুষাঙ্গে সাবেক প্রেসিডেন্ট থেইন সেইনের ছবি উল্কি দিয়ে একেঁছেন বলে বর্ণনা করেছেন, বাস্তবে এমন কিছু ঘটেনি বলে দাবি করছেন তাঁর ঘনিষ্ঠরা।

কবি মং সাউঙ্খা অবিবাহিত। তবে তাঁর বান্ধবী জানান, পুরুষাঙ্গে উল্কি আঁকার বিষয়টি আসলে কবির কল্পনা।

মিয়ানমারের সরকার সোশ্যাল মিডিয়ায় তাদের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরকম সমালোচনামূলক মন্তব্যের জন্য অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

জুতার ওপর সেনা প্রধানের ছবি শেয়ার করা কিংবা সেনাবাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে রসিকতা করার কারণেও অনেককে জেলে যেতে হয়েছে।

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে