মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারী সেবামূলক প্রতিষ্টান POPI-ECATTO প্রকল্পের আয়োজনে সরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী । POPI-ECATTO প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে সমন্বয়সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন শাহনাজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, পাকুন্দিয়া থানার অফিসার ওসি (তদন্ত) মো. নাহিদ হাসান সুৃমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ আখন্দ, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, সুখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ টিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন POPI-ECATTO প্রকল্প কর্মকর্তা মো. শাহীন হায়দার। এসময় সুখিয়া ও চন্ডিপাশা ইউনিয়নের নারী ও কিশোরী অধিকার সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে