pakisthan
কোয়েটার হাসপাতালে বোমা হামলায় আহতদের একজনকে জরুরী চিকিৎসা সেবা দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

বিডি নীয়ালা নিউজ( ৮ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি বোমা হামলায় ৪২ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বহু মানুষ এই হামলায় আহত হয়েছে।

হাসপাতালটির জরুরী বিভাগের মূল ফটকে এই হামলাটি হয়।

সেখানে দেশটির একজন খ্যাতনামা আইনজীবী বিলাল আনোয়ার কাসির মৃতদেহ রাখা ছিল, যাকে সোমবারই গুলি করে হত্যা করা হয়েছে।

হতাহতদের মধ্যে আইনজীবী ও সাংবাদিকও রয়েছেন। তারা মি. কাসির মৃতদেহের আশপাশে ছিলেন।

বিস্ফোরণের পর সেখান থেকে গুলির শব্দও পাওয়া গেছে।

কারা এই হামলা চালিয়েছে সেটা স্পষ্ট নয়।

তবে পুলিশ মনে করছে, একজন আত্মঘাতী হামলাকারী এই বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে দেশটির বেসরকারি জিও টিভির খবরে বলা হয়, বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসিকে কোয়েটার আদালত ভবনে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়।

সম্প্রতি কোয়েটাতে বেশ কয়েকটি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় যেগুলোকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক অসহিষ্ণুতা সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত বলে মনে করা হয়।

সম্প্রতি এমন হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবীও ছিলেন।

এসব হত্যার নিন্দা জানিয়েছিলেন মি. কাসি এবং স্থানীয় গণমাধ্যম বলছে তিনি এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে দুদিনের আদালত বর্জন কর্মসূচীর ডাক দিয়েছিলেন।

কোয়েটার হাসপাতালে হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে প্রাদেশিক বারের সাবেক সভাপতি বাজ মুহাম্মদ কাকার এবং আজ টিভির ক্যামেরাম্যান শাহজাদ খান রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে