আন্তর্জাতিক রিপোর্টঃ পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদ পান করে ২৪ জন মারা গেছে এবং আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছে। পাকিস্তান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইমরান আতিফ এএফপিকে জানিয়েছেন, তাদের কাছে আসা সবশেষ তথ্য অনুযায়ী বিষাক্ত মদ পান করে ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২২ জনই খ্রিস্টান ও দুজন মুসলমান।

বড়দিন পালনের সময় এলাকার মোবারকবাদ বসতির সবাই এই মদ পান করেছিল এবং এতে অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইমরান আতিফ।

পাকিস্তানে মদ কেনাবেচায় কড়াকড়ি ব্যবস্থা রয়েছে। দেশটিতে মুসলমানদের জন্য মদ্যপান নিষিদ্ধ। অন্যান্য সম্প্রদায় ও বিদেশিদের ক্ষেত্রে মদ্যপানের ব্যাপারে কড়াকড়ি রয়েছে।

যদিও পাকিস্তানের উচ্চবিত্ত মানুষেরা উচ্চমূল্যে বিদেশি ও ভালো মানের মদ কিনতে পারলেও নিম্নবিত্তের মানুষেরা মিথানল মেশানো কম দামের মদই পান করে থাকেন।

অক্টোবর মাসে পাঞ্জাব প্রদেশে এক অনুষ্ঠান চলাকালে বিষাক্ত মদ পানে ১১জন খ্রিস্টান মারা যান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে