মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার শহরের পৌর পার্কের ডাঃ আব্দুল কাদের চত্তরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম শুরু হয়।

পাশাপাশি স্থানীয় ভাবে উপজেলার সকল শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড,পাঁচবিবি থানা পুলিশ, পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণ।

পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালি,শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা, ১৯৭১সালের যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের স্মরণে সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি ও সকল মানব জাতির মাগফেরাত কামনা করা হয় ।

শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে