কাওছার হামিদ, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি: উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর ভিডিসি, পিএফএ-৩ সংগঠনের উদ্যোগে এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় “গাছ লাগাই, পরিবেশ ও জীবন বাচাই” পরিবেশিক ওখাদ্যনিরাপত্তায় বৃক্ষরোপণ অভিযান গত বুধবার অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে সকল সদ্যদের মাঝে দেশীয় দুইশ’গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ ¡চেয়ারম্যান, মো: মোস্তাকিনুর রহমান আবু, সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মো: আজিজার রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোছা: রুজিনা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য, ৩ নং মি. পিকিং চাম্বুগং, এপি ম্যানেজার, মিন্টু বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন ইউপি মো: সাহিদার রহমান, ভিডিসি সভাপতি, মো: আফজাল হোসেন দুলু, প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে