আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭ সালে আলোচিত বিশ্বনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের হুমকি-পাল্টা হুমকিতেই সদ্য সাবেক বছরে বিশ্ব রাজনীতি সরগরম ছিল। নতুন বছরেও তার ব্যত্যয় হলো না। নতুন বছর উপলক্ষ্যে টেলিভিশনে দেয়া বক্তৃতায় কিম জং-উন ফের আমেরিকাকে হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র চালু বোতাম সবসময় তার টেবিলেই থাকে। আমেরিকা কখনই যুদ্ধ শুরু করতে পারবে না। পুরো আমেরিকাই এখন উত্তর কোরয়ার পারমাণবিক অস্ত্রের আওতায়। এটা কোনো হুমকি নয়, বাস্তবতা।

কিম জং-উনের এসব বক্তব্যের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মতামত জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন, ‘আমরা দেখছি। আমরা দেখছি।’

আমেরিকাকে হুমকি দিলেও প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার ব্যাপারে সুর নরম কিম জং-উনের। তিনি বলেছেন, সংলাপে বসতে তিনি প্রস্তুত। সিউলে শীতকালীন অলিম্পিকে তিনি দল পাঠাতে চান তিনি।

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে