sirin_Sarmin

ডেস্ক রিপোর্টঃ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন,পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন গণতন্ত্রকে সুসংহত করে।
তিনি শনিবার রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত শুভ কঠিন চীবরদানোৎসব-২০১৬ বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার বলেন, সকল ধর্মই মানবতাবোধ ও মূল্যবোধের চর্চাকে প্রাধান্য দেয়। সুকুমার বৃত্তির চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশ শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের মূল হাতিয়ার। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও মানবতার কল্যাণে কাজ করে যাচেছ বলে তিনি মন্তব্য করেন।
স্পিকার বলেন, শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে তরুন প্রজন্মের মধ্যেও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে এবং সকলকে সে লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘সারা বিশ্বে উন্নয়নের বিষয়টি শুধু দারিদ্র নিরসনই নয়, পাশাপাশি বৈষম্য নিরসনও একটি প্রধান বিষয়। আমাদের জন্য যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানেও শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাকে উন্নয়নের পূর্বশর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
স্পিকার বলেন, অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্রে সকলের অংশগ্রহণ ও সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
স্পিকার বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিতে পারদর্শী, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। তিনি যার যার অবস্থান থেকে এ লক্ষ্য অর্জনে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমতসহিষ্ণু সুন্দর সমাজ বির্নিমানের আহবান জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা আলী আকসান আকসারী, ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম কে বাসার ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বক্তৃতা করেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে