pic-1

গোলাপগঞ্জ(সিলেট) থেকে, আজিজ খান: বিয়াানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেছেন, প্রবাসীরা বিদেশে থেকেও দেশের মানুষের কল্যাণে কথা চিন্তা করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা আত্ম উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। সরকারের ব্যবসা বান্ধন পরিবেশকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সফলের ভূমিকা রাখা দরকার। নূরজাহান গ্রুপের কর্ণধার একজন প্রবাসী হয়ে নিজ মাতৃভূমির কথা ক্লোডস্টরেজ, সিএনজি স্টেশন, কনভেনশন সেন্টার, ফুড প্রোডাক্ট ও ডেইরী ফার্ম প্রতিষ্ঠা করেছেন, যা প্রশংসার দাবী রাখে। তিনি নূরজাহান গ্রুপের ব্যবসা পরিচালনার ১০বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গতকাল শনিবার বেলা ২টায় টিকরপাড়াস্থ নূর-জাহান কনভেনশন সেন্টারে নূর জাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপক রেজওয়ান আহমদ চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সিএনজি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী দুলু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনজি ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন প্রমুখ। আলোচনা সভা শেষে নূর জাহান গ্রুপের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে