জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মশক নিধন কর্মসুচী শুরু করেছে নীলফামারী পৌরসভা। গতকাল বুধবার থেকে এই কর্মসুচী শুরু হয়। যা আজ বৃহস্পতিবারও অব্যাহত ছিলো।

পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী জানান, ইতোমধ্যে সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ, সরকারী মহিলা কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স একাডেমি, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে।

নীলফামারী পৌরসভার সচিব মশিউর রহমান জানান, আগামী ১২ সেপ্টেম্বরের আগে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মশক নিধন কর্মসুচী সম্পন্ন করা হবে।
পৌরসভার মাননীয় মেয়র এবং বাংলাদেশ পৌরসভা সমিতির প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ এর নির্দেশে এই কর্মসুচী সম্পন্ন করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে