কাওছার হামিদ ,নিজস্ব প্রতিবেদকঃ গত ২৭ জুন/২০২১ইং নীলফামারী জেলা প্রশাসকের কর্যালয়ে এক অনাম্বর অনুষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষায় জেলার শ্রেষ্ট ঈমান নির্বাচিত হয়। জানাগেছে আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান (৫৪) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া মিঞা পাড়া গ্রামে মরহুম মৌলভী খাজাব উদ্দিন এবং মাতা মরহুমা সফুরা বেগম এর একমাত্র সন্তান। তিনি ১৯৮৬ সালে হাদিস এবং ১৯৯২ সালে তাফসীর শাস্ত্রে কামিল ডিগ্রি অর্জন করেন এবং শিক্ষকতাকে পেশা হিসেবে বেচে নেন। বর্তমানে তিনি রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার নেকীরহাট সৈয়দপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক পদে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী দালাল পাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ইং সালে ইসলামমিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত দিনাজপুর ঈমাম প্রশিক্ষন একাডেমী হতে ঈমাম প্রশিক্ষনে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান লাভ করেন। ছাত্র জীবন থেকে তিনি বিািভন্ন পত্র পত্রিকায় ছড়া, কবিতা, প্রবন্ধ ও স্থানীয় পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়ও তিনি এলাকার আর্থ সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছেন। আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান ১৯৯১ইং সালে রেডিও বেইজিং এয়ার চায়না ন্যাশনাল এডমিনিষ্ট্রেশন এবং সেংডে মিউনিসিগ্যাল গর্ভমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত সেংডে কাপ চায়না ট্রেভেল নলেজ কনটেষ্ট-এ আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় পুরস্কার লাভ করেন এবং ১৯৯২ ইং সালে চায়না রেডিও ও ইন্টার ন্যাশনাল এবং গুয়াংঝু জিয়ালি কসমেটিক ফ্যাক্টরী কর্তৃক আয়োজিত চিনের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক জিয়ালি কাপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে