ঝুঁকিপূর্ণ সেতু

বিডি নীয়ালা নিউজ(২৭ই মে১৬) আসাদুজ্জামান সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে নির্মিত ১২টি বেইলি ব্রীজ
জনগনের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পরেছে। আর এই অনুপযোগী ব্রীজগুলোতে
প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।আর চরম দূভোর্গ পোহাতে হচ্ছে চলাচলকারী জনগনকে।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের সূত্র থেকে জানা যায়, জেলার জলঢাকা উপজেলার
আউলিয়াখানা, নীলফামারীর আনন্দ বাবুর পুল, হরতকিতলা, মধুপুর, নীলফামারীর দুহুলী
ব্রীজ, বাহাগিলি, গোমনাতি , জলঢাকার টেঙ্গনমারী হাফিজিয়া, নীলফামারী সদর
রামগঞ্জ, ডিমলা উপজেলার নাউতারা ও চিলাহাটি সড়কের উপর নির্মিত হয় বেইলী ব্রীজ,
আর এই সব সড়কে স্থায়ী ভাবে ব্রীজ নির্মান না করায় ব্রীজগুলোর উপরদিয়ে ঝুকিনিয়ে
সব ধরনের যানবাহন চলাচল করে আসছে।

ক্ষতিগ্রস্থ ব্রীজগুলোতে সাবধানে চলাচলের জন্য লাল পতাকা লাগানো হয়। সড়কগুলোতে
আরসিসি ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোন কাজ হয়নি।
সড়ক বিভাগ জানায়, অতিরিক্ত মালামাল নিয়ে সেতুর উপর দিয়ে চলাচল ও যানবাহনের চাপ
বাড়ার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বেইলী ব্রীজগুলো।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, বেইলি
ব্রীজগুলোর পরিবর্তে সেখানে আরসিসি ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে
জানানো হয়েছে। এবং হরতকিতলা ব্রীজ নির্মাণে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে