জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবীর, সদর উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের ঘটনাবহুল স্মৃতিচারণ করে বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। সে দিন আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ায় মুজিবনগর সরকারের নেতৃত্ব ও পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের সফলতা আসে।

আলোচনা সভা শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয়েছেন প্রথম সৈয়দপুর সরকারি বিজ্ঞান স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর ছাত্র হাসিন ইশরাফ অংকুর, দ্বিতীয় নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রুহানা ফেরদৌসী ও তৃতীয় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সোয়াদ হোসেন।

সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয়েছেন কালেক্টরেট পালবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর তিনজন যাথাক্রমে তাজরি আক্তার, অভি চক্রবর্তী ও আসফিয়া আক্তার আরশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে