জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো” শীর্ষক কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান ও উত্তরাঞ্চলের খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সংকলিত গ্রন্থের প্রকাশণা ছাড়াও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সমাবেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিসদ আলোচনায় অংশ নেন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধারা। সমাবেশে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার ও মুক্তিযুদ্ধের সংগঠক ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরীত হয়ে ওঠে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে