জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে রবিবার জেলার ছয়জন সফল মৎস্য চাষীকে সম্মাননা দিয়েছে জেলা মৎস্য বিভাগ। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলাম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, সহকারী পরিচালক আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমীন আখতার, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, গুণগত মানের রেনু উৎপাদনে সাফানা হ্যাচারী, কার্প মিশ্র মাছ উৎপাদনে হবিবর রহমান, লিয়াকত ইসলাম ও সিরাজুল ইসলাম এবং তেলাপিয়া মাছ উৎপাদনে রকি ইসলাম ও ছাবিবর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

এরআগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজহারুল ইসলাম।
মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে শুরু হওয়া মৎস্য সপ্তাহ আগামী ৩সেপ্টেম্বর শেষ হবে।
মৎস্য অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে শুরু হওয়া মৎস্য সপ্তাহের কর্মসুচী শেষ হবে ৩সেপ্টেম্বর।

তিনি বলেন, কর্মসুচীর উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শণ, পোনা অবমুক্তকরণ, মাছচাষীদের উপকরণ বিতরণ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সফল চাষীদের পুরস্কার বিতরণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে