নীলফামারী থেকেঃ ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করেছে নীলফামারী জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক এর নেতৃত্বে কালো পতাকা মিছিল দলীয় শহরের পৌরবাজারস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বড় বাজার দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ছিল সরকারের একটি পাতানো নির্বাচন। ওই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়। ভোটারবিহীন অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। এজন্য সরকারের উচিৎ পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়া।’

এতে জেলা, উপজেলা, পৌর বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে