জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে অগ্নিকান্ডে ২১টি পরিবারের ৪০টি ঘর ভষ্মিভুত হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৩ টার দিকে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মাসুম রেজা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ২টি গরু, ২টি ছাগল ছাড়াও আসবাবপত্রসহ রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

চড়াইখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম রেজা বলেন, মধ্যরাতের ঘটনায় হওয়ায় কিছুই রক্ষা করতে পারেনি তারা। যা ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। তারা সবাই দিনমজুর। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের ওয়্যারহাউস পরিদর্শক ইমরান হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। না হলে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়ত।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে