cort

ডেস্ক রিপোর্টঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১৮ ডিসেম্বর থেকে সংলাপ শুরু করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সোমবার বাসস’কে বলেছেন, ‘রাষ্ট্রপতি আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবেন। ওইদিন বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।’
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে সংলাপ করবেন।
২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন নির্বাচন কমিশন ২০১৯ সালে অনুষ্ঠিতব্য পরবর্তী সাধারণ নির্বাচন পরিচালনা করবেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে