shahid

ডেস্ক রিপোর্টঃ আসন্ন নিউজিল্যান্ড সফরে আর যাওয়া হচ্ছে না পেসার মোহাম্মদ শহীদের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় বল তাড়া করতে গিয়ে দড়ির সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যান মোহাম্মদ শহীদ। এর ফলে তার লিগামেন্টে গুরুতর চোট লাগে। এই চোট থেকে সহজেই মুক্তি মিলছে না শহীদের।

চোটের অবস্থা সম্পর্কে জানতে আজ রবিবার শহীদের পায়ে এমআরআই করা হয়। রিপোর্ট পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা হয়। কারণ কমপক্ষে ১৫ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। তারপর তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ডিসেম্বরের মধ্যে তার মাঠে নামা সম্ভব হবে না বলে বিসিবি সূত্রে জানা গেছে।

চলতি বিপিএলে শহীদ ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছিলেন। দারুণ পারফর্মেন্সও দেখিয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও তার নিউজিল্যান্ড সফরে যাওয়ার আশা দেখছেন না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে