02.06.16

বিডি নীয়ালা নিউজ(৩রা, জুন ১৬) গোলাপগঞ্জ ,সিলেট,প্রতিনিধি আজিজ খানঃ বিশিষ্ট রাজনীতিবিদ ও সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ সম্পাদক এডভোকেট মাওলানা রশীদ আহমদ বলেছেন, মানব কল্যাণে কাজের মাধ্যমে মানুষ দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পেতে পারে। নিঃস্বার্থ দান ও মানুষের কল্যাণে কাজ করতে পারার মধ্যে রয়েছে মানসিক প্রশান্তি। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের সহযোগীতার জন্য সকলের যার যার অবস্থান থেকে কাজ করা দরকার। তিনি গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জের ফাজিলপুরে মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ বিমানের অবসর প্রাপ্ত জেনারেল ম্যানেজার এজেডএম আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও তরুণ ক্রীড়া প্রতিবেদক সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, আল-জামেয়াতুল ইসলামিয়া গোলাপগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, শাহ্ মঞ্জুর (রহ:) হাফিজিয়া মাদ্রাসার সভাপতি খন্দকার নজরুল ইসলাম আশুক, সমাজসেবী রেজওয়ান উদ্দিন চৌধুরী রিজু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এইচএম হাসনু মিয়া। বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী সুমন, ছাত্র নেতা সালাহ উদ্দিন, আব্দুল আজিজ মুন্না, আব্দুল কুদ্দুস, রানা আহমদ, শাহিউল ইসলাম চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঢাকা উত্তর রাণাপিং আরবিয়া হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম হাফিজ মাওলানা ফারুক আহমদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী কিছমত চৌধুরী, মাওলানা উবেদুর রাজা চৌধুরী, রাশেদ আহমদ চৌধুরী, প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে