গোলাপঞ্জ (সিলেট)প্রতিনিধি:  নারায়নগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে আসা গোলাপগঞ্জ উপজেলার রেদোয়ান আহমদ (৩০)কে হোম কায়ারেন্টাইনে রাখা হয়েছে।গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর রায়গড়  গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে রেদোয়ান আহমদ (৩০)  নারায়নগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়ি হয়ে তার বাড়িতে আসেন। এনিয়ে গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকাদক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড সদস্য হোসাইন আহমদ ও প্বার্শবর্তী আমুড়া ইউনিয়নের সদস্য তারেক আহমদ রেদোয়ানকে ঘরবদ্ধ করে আসেন।

ঢাকাদক্ষিণ ইউপি সদস্য হোসাইন আহমদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রেদোয়ান পেশায় একজন রাজমিস্ত্রী। সে গত কয়েকদিন আগে কাজের জন্য নারায়নগঞ্জ যায়। কাজ শেষে ব্রাহ্মণবাড়িতে আরোও দুদিন অবস্থান করে। মহামারী করোনার কারনে ব্রাহ্মণবাড়িয়ায় কেউ তাকে কাজ করতে রাখেনি। এরপর সে তার গ্রামের বাড়িতে চলে আসে।

এমতাবস্থায় এলাকার লোকজনের মধ্যে এ কথা জানাজানি হলে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ১৮ এপ্রিল ঢাকাদক্ষিণ ও আমুড়া ইউনিয়নের ইউপি সদস্যরা রেদোয়ানকে হোমকোয়ারেন্টাইনে রেখে আসেন। কিন্তু কিছুক্ষণ পর রেদোয়ান রাস্তায় বাহির হয়। এতে এলাকার লোকজন আবার তাকে বাড়িতে পাঠায়।

নাম প্রকাশে এক ব্যক্তি জানান, রেদোয়ানকে বিকেলে এলাকার লোকজন প্রায়ই জোরপূর্বক বাড়ির ভিতরে পাঠায়।দেশে নারায়নগঞ্জ ফেরত প্রায়ই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। যেভাবে নারায়নগঞ্জ ফেরত স্বামীর কারণে গর্ভবতী স্ত্রী মারা গেছে। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ করলে হয়ত সে আর এভাবে বাহির হবে না।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, আগামী কাল ১৯ এপ্রিল শনিবার নারায়নগঞ্জ ফেরত সবার নমুনা পরীক্ষা করা হবে।হোম কোয়ারান্টাইন থেকে বাহিরে যাহাতে কেউ বের না হয়, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে