নরসিংদী থেকে নূর মোহাম্মদঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়েনে সৌদি প্রবাসী ব্যবসায়ী হাজী আবদুল মিলন ও তার দুই সহোদর  শহিদুল ইসলাম (সিঙ্গাপুর), তৌহিদুল ইসলাম (মালয়েশিয়া)। 


মঙ্গলবার সকাল ১০ টার দিকে চর উজিলাব ইউনিয়েনের পশ্চিম পাড়া গ্রামে বিভিন্ন দরিদ্র ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে সামাজিক  দূরত্ব বজায় রেখে ১৫০টি পরিবারকে  ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।  এ সময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি ডাল,৫ কেজি আলু দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়েনের আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক  বেলায়েত হোসেন বুলবুল, যুবলীগ নেতা মোঃ নয়ন মিয়া, ৪ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সমাজ সেবক জাকির হোসেন, এনামূল প্রমুখ।


প্রবাসী হাজী আবদুল মিলন  জানান, দেশের এ ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইউনিয়নে এসব দরিদ্র মানুষের কথা চিন্তা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং সমাজে যারা বিত্তবান রয়েছেন তারা ও তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে