উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ সম্প্রতি করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নড়াইল রুপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল ও চৌরাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণায় অংশগ্রহণ করেন নড়াইলের পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

পুলিশ সুপার সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সার্বিক কার্যক্রম পরিচালনা ও চলাচলের জন্য অনুরোধ করেন। করোনা সংক্রমণ রোধকল্পে তিনি সকলকে মাক্স পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন। এ সময় জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ শওকত কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর থানা, জনাব শিমুল কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখা সহ নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং জনসাধারণ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে