dhaner sis

বিডি নীয়ালা নিউজ(  মে১৬)-আজিজ খান(গোলাপগঞ্জ, সিলেট প্রতিনিধি): ৫ নং ববুধবারী বাজার ইউনিয়নের বিএনপির সমর্থীত নবীন সমাজসেবক ও ক্রিড়া অনুরাগী হেলাল উদ্দিন হেলাল ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করছেন। ৫ নং বুধবারী বাজার ইউনিয়নের উন্নয়নের অঙ্গিকার নিয়ে তিনি ইতিমধ্যে ইউনিয়নবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন।
তাই ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদন্ধিতাকারী হেলাল উদ্দিন ৫ নং বুধবারী বাজার ইউনিয়নের আগামী দিনের অভিভাবক হিসেবে বিবেচনা করছেন সচেতন মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নে এখন পর্যন্ত ১ম স্থানে এগিয়ে রয়েছেন ধানের শীষ নিয়ে বিএনপির একক প্রার্থী হেলাল উদ্দিন। বিএনপি মনোনীত প্রার্থী হেলাল কে নিয়ে চন্দরপুর বনগ্রাম কালিয়া ডহর, লামাচন্দর পুর বাসী তাকে নিয়েই স্বপ্ন দেখছেন।

৫ নং ববুধবারী বাজার ইউনিয়নের কয়েকজন সাধারন ভোটরদের সাথে আলাপকালে জানা যায়, আওয়ামীলীগের ৩ জন প্রার্থীর মধ্যে ২জন বিদ্রোহী, আর, বাদ বাকি যারা আছেন তাদের তেমন কোন শুরগোল নাই। তাই বিএনপির একজনই প্রার্থী আর তাকেই ইউনিয়নবাসী নির্বাচিত করবে। অপর দিকে বিএনপির আরেক নেতা জানান, আমাদের দল যাকে নির্বাচিত করেছে আমরা তাকেই ভোট দিব। কারন এখানে আমাদের কোন বিদ্রোহী প্রার্থী নাই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটর জানান তাদের মনের কথা। তারা বলেন, ভাই নির্বাচন আসলে দেখা যায় নতুন মুখের আনাগোনা। আর নির্বাচন চলে গেলে এরাও বন্যার পানির মতো ভেসে যায়। এবার আমরা যারা ইউনিয়নবাসী এসব বানে ভেসে আসা নতুন মুখদেরকে উচিৎ জবাব দিব। বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভোটারদের মধ্যে উন্নয়নের সুর লক্ষ করা গেছে।
অনেক ভোটারের সাথে কথা বলে জানা গেছে তারা প্রার্থীর প্রতীক দেখে ভোট দেবেনা। যোগ্যতার বিচারেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে ভোটারদের মন জয় করে নির্বাচিত হয়েছিলেন যারা তারা সে পর্যন্ত সেসব স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি।
তাই এবার আর সেরখম স্বপ্নবানে ভাসতে চাননা ভোটারা। এবার উন্নয়ন চান ভোটাররা। তাই প্রকাশ্যে ভোটাররা বলে বেড়াচ্ছেন ‘উন্নয়ন চাই’। কাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এরকম প্রশ্নের সোজাসোজী উত্তর না দিয়ে বেশীরভাগ নাগরিক বলেছেন ‘উন্নয়ন চাই’। তবে সেই উন্নয়নের রুপকারকে দেখতে হলে ৫ নং বুধবারী বাজার ইউনিয়নবাসীকে অপেক্ষা করতে হবে ৭ ই মে বিকেল ৪টা পর্যন্ত।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে