Dhaka-dcc-md20150823104341

বিডি নীয়ালা নিউজ(৯ই মে১৬)-অনলাইন প্রতিবেদনঃ  ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন করে যুক্ত হচ্ছে ১৬টি ইউনিয়ন। ফলে ঢাকা সিটি করপোরশনের আয়তন বাড়ছে দ্বিগুণ।

আজ সোমবার (৯ মে) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক এবং মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হচ্ছে। ইউনিয়নগুলো হলো— শ্যামপুর, মাকুয়াইল, ডেমরা, শারুলিয়া, দনিয়া, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মান্ডা।

উত্তর সিটি করপোরেশনেও যুক্ত হচ্ছে ৮টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো— বেড়াইট, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে দুই সিটি করপোরেশনের মোট আয়তন মোট ১২৯ বর্গকিলোমিটার। ১৬টি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ২৭০ বর্গকিলোমিটার।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে