জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর আমীরগঞ্জ নতুন বাজার থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও সকল পাঠকের প্রিয় নন্দিত কাগজ “দৈনিক মানব বার্তা” পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১ তম পদার্পণ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে দৈনিক মানব বার্তা’র অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এ.জেড.এম.মেনহাজুল হক। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন।
এতে বক্তব্য রাখেন,সেলিনা সাথী,সাজ্জদ
হোসেন,সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,লিটন ৷আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সেলিনা সাথী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ ও লেখক – কবি গন। আলোচনা শেষে কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি বৃন্দ,সাংবাদিক ও কবিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেয়া হয়। সভাটি সঞ্চালনা করেন সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে