VLUU L100, M100  / Samsung L100, M100

বিডি নীয়ালা নিউজ(১৫ই  জুন ২০১৬ইং) গাবতলী (বগুড়া)  অহেদুল ইসলাম খোকনঃ  কে আমার এমন সর্বনাশ করলো। ঋনের কিস্তি’র টাকা নিয়ে কলাচাষ করেছি। এখন আমার পরিবার ও সংসার কি ভাবে চলবে। অনাহারে থাকতে হবে আমাদের। শুক্রবার রাঁতে দুর্বৃত্তের কেটে ফেলা ২ বিঘা জমিতে ফলন্ত কলার গাছ ক্ষেতে এভাবে বিলাপ ও কষ্ঠের কথা বলছিল ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশিদ মন্ডল।
জানাযায়, শিবগঞ্জের দেওলী’র বোয়ালমারী পূর্বপাড়া গ্রামের মৃত দিরাজতুল্লাহ পুত্র কৃষক আব্দুর রশিদের ২ বিঘা জমিতে লাগানো ৭শত কলাগাছ অর্ধেক করে কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। পরের দিন শনিবার ভোর ৬টায় কলা ক্ষেতে গিয়ে দেখতে পায় সে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। ইতিমধ্যে সে এনজিও থেকে দেড় লক্ষ টাকা ঋন (কিস্তি) নিয়ে চাম্পাকলা’র চাষ করেছিল। আর ৩ মাস পর সে কলা বিক্রি শুরু করতে পারতেন। পুরো ৭ শত কলাগাছের কলা বিক্রি করতে পারলে ঋনের টাকা পরিশোধ করেও তার সংসার চলতো। কিন্তু এসব স্বপ্ন আজ তার ভেঙ্গে গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় জিডি করা হয়। জিডি নং-৪০৭। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থন পরিদর্শন করেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে