dudoke

বিডি নীয়ালা নিউজ(২১ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  প্রভাবশালীসহ দুর্নীতি মামলার কোনো আসামিকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)সচিব আবু মো. মোস্তফা কামাল বলেছেন, ‘তদন্তের স্বার্থে যে কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারে দুদকের তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা। তিনি যাকে মনে করবেন তদন্ত স্বার্থে গ্রেপ্তার করতে পারবেন। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।’

বৃহস্পতিবার দুপুরের রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে দুদকের মামলায় সারাদেশে আসামি গ্রেপ্তারের হঠাৎ তৎপরতার বিষয়ে তিনি এসব কথা বলেন। বাংলামেইল থেকে পাওয়া খবর।

এবিষয়ে দুদক সচিব আরো বলেন, ‘বেশকিছু মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দৃষ্টিতে ছোট-বড় বলতে কিছু নেই। আমরা আসামিদের আসামি হিসেবেই দেখি। তাই প্রভাবশালীদের গ্রেপ্তারে কোন বাধা নেই। দুর্নীতির মামলায় কাউকে ছাড় দেয়া হবে না অন্তত এটুকু বলতে পারি।’

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বিষয়ে মোস্তফা কামাল বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও পুলিশের গোয়েন্দা শাখা অনুসন্ধান করছে। এখন পর্য্ন্ত আমরা এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি। তবে দুদক নজর রাখছে। প্রয়োজন হলে অনুসন্ধানের আমলে নেয়া হবে।’

একই সঙ্গে পানামা পেপার্স কেলেঙ্কারিতে দুদকের অনুসন্ধানের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু অনুসন্ধানধীন তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচিন হবে না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুদক সচিব বলেন, ‘মার্চ মাসে ৮৪৯টি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে অনুসন্ধান শেষে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে এবং চার্জশিট দাখিল করা হয়েছে ৪৫টি মামলার। এছাড়া জানুয়ারি হতে মার্চ পর্য্ন্ত মোট ৯৪টি মামলা দায়ের করা হয়। একই সময়ে ১৫১টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। অপরদিকে মার্চ মাসে দুদকের ২১টি মামলার বিচার কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলার আসামিদের সাজা হয়েছে এবং ১১টি মামলার আসামিরা খালাস পেয়েছে।’

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে