ডেস্ক রিপোর্ট- বিজ্ঞান শিক্ষাকে গতিশীল করার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে আজ বুধবার সাইন্স একাডেমির উদ্যোগে দিনাজপুরের জিলা স্কুলে আয়োজন করা হয় রংপুর বিভাগীয় সপ্তম ফিজিক্স অলিম্পিয়াড উৎসব। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার কালের কণ্ঠ ও ইভেন্ট পার্টনার হয়েছে কালের কণ্ঠের শুভ সংঘ।

এতে অংশ নেয় রংপুর বিভাগের আট জেলার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণির ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭২ জন শিক্ষার্থী। সকালে দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইমতিয়াজ হোসেন, অধ্যক্ষ জিয়াউল হক সিজার, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।

প্রতিযোগিতার শুরুতে প্রশ্নের লিখিত উত্তরে অংশ নেয় শিক্ষার্থীরা। বিজ্ঞান প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন কুইজের মাধ্যমে মেধা যাচাই করা হয় তাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে