দীর্ঘ সাত বছর পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হওয়ায় খুশি কুলসুম-মিজান দম্পতি। তবে এই দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় সন্তানদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

১৯ মে শুক্রবার সকাল সাড়ে ৬টায় উম্মে কুলসুম অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন। এতে মা কিছুটা ভালো থাকলেও সময়ের দুই মাস আগেই একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় বর্তমানে হাসপাতালের এনআইসিইউ (নিবিড় পর্যবেক্ষণে) রয়েছে।

কুলসুম-মিজান দম্পতি তিন সন্তানকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। যানা গেছে, সন্তান প্রসবকারী কুলসুমের বাড়ী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকায়। তারা দুজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকুরী করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে