মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
কণ্ঠশিল্পী তাসনীম মীমের নতুন মৌলিক গান ‘বেসামাল’ মুক্তি পেলো থার্টিফার্স্ট নাইটে। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার এফ এ প্রীতম। লিরিক্স লিখেছেন সহিদুজ্জামান সাগর এবং সংগীত পরিচালনা করেছেন এম এ রহমান।

‘বেসামাল’ গানটি নিয়ে সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে । এটি পরিচালনা করেছেন রাজু আহমেদ। সেখানে মডেল হিসাবে অভিনয় করেছেন রিফাত  ও নওমি খান । মিউজিক ভিডিওটি টি-মিউজিক-এর ব্যানারে রিলিজ করা হয় ।

কণ্ঠশিল্পী মীম গানটি নিয়ে খুব আশাবাদী। তিনি  জানালেন, ‘হুট করেই গানটি গাওয়ার পরিকল্পনা করেছিলাম। প্রীতমের সুরে গাইতে ভালো লাগে। আশা করি, দর্শক-শ্রোতাদেরও নতুন এ গান ও মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই গানটি দেখবেন।

এছাড়া তিনি ২০২১ সালে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানান এবং করোনা থেকে সবাইকে সাবধান ও সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে মীমের দুটি গান রিলিজ হয়েছে। বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি স্বল্প সময়ের এ সংগীত জীবনে। সামনে গান নিয়ে তার আরো কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই তরুণ শিল্পী।

মিউজিক ভিডিও লিঙ্ক : https://www.youtube.com/watch?v=U5-pATMn_zo&feature=share&fbclid=IwAR0IwTePMct8rF1MEIw7GbN9iZYyLQTynNuy7qLVDlvvUTLYE73_ORoAlvw

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে