আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের বিভিন্ন শহরে পাগলা কুকুরের ভয়ে অস্থির হয়ে উঠেছেন বাসিন্দারা। আর বেওয়ারিশ কুকুরের কামড়ে বহু মানুষের রেবিস বা জলাতঙ্ক হয়েছে। চলতি বছর প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি। -খবর বিবিসি অনলাইন।

তবে থাই কর্তৃপক্ষ বলছে, এই জলাতঙ্কের প্রাদুর্ভাব তাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

তারা সেপ্টেম্বর মাসের মধ্যে এক কোটি কুকুর ও বিড়ালকে জলাতঙ্কের টিকা দেয়ার পরিকল্পনা করছে। থাই পানিসম্পদ বিভাগ বলছে, চলতি বছরের গোড়াতে জলাতঙ্কের ৪০০ ঘটনা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ বলে তারা জানিয়েছেন। থাইল্যান্ডে রেবিসের প্রধান বাহক হচ্ছে কুকুর, কিন্তু বিড়াল এবং গরু থেকে এই জীবাণু ছড়াতে পারে।

 

 

 

 

 

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে