Thailand

বিডি নীয়ালা নিউজ( ১২ই আগস্ট ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ  থাইল্যান্ডজুড়ে আটটি বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটির হুযা হিন জেলা ও পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান ফুকেটে এ হামলার ঘটনা ঘটেছে।

হুয়া হিন জেলার মুখ্য কর্মকর্তা সুত্থিপং ক্লেই উদম জানিয়েছেন, শুক্রবার সকালে ফুকেটে নতুন করে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এর আগে বৃহস্পতিবার এখানে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছিল। একই দিন হুয়া হিনে জোরা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে তিনজন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় দুজন হুয়া হিনে নিহত হয়েছে। এদের মধ্যে একজন বৃহস্পতিবার জেলার প্রবেশ মুখের শহর সুরত থানি এবং অপরজন দক্ষিণের ত্রাং শহরে নিহত হয়েছে।

শুক্রবার সকালে ফুকেট দ্বীপে নতুন করে হামলার ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের জান্তা প্রধান দাবি করেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।

প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জেনারেল প্রায়ুত চ্যান ওঁচা বলেছেন, ‘ বিশৃঙ্খলা ও সংশয় সৃষ্টি করতে এ হামলা চালানো হয়েছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘ আমাদের দেশে যেখানে স্থিতিশীলতা রয়েছে, সেখানে ভালো অর্থনীতি ও পর্যটনের এই দেশে কারা এবং কেন বোমা হামলা চালিয়েছে? আপনাদের তা খুঁজে বের করতে হবে।’

 

 

risingbd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে