ডেস্ক রিপোর্টঃ রূপকল্প-২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ থেকে দেশের সকল জেলা ও উপজেলা সদরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা- ২০১৭’।
এবারের মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’।
এ ব্যাপারে ড. দেওয়ান এম. হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়ন মেলা- ২০১৭’-এর সাফল্য কামনা করে পৃথক বাণী দিয়েছেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে